Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

এখন থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও লিঙ্গপরিচয় লিখতে পারবেন

এখন থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও লিঙ্গপরিচয় লিখতে পারবেন
ইমিগ্র্যান্ট সূত্রে আসা ও গ্রিনকার্ড পাওয়ার পর যারা নির্ধারিত সময়ের পরে ন্যাচারালাইজেশনের মাধ্যমে এখন থেকে তৃতীয় লিঙ্গের নাগরিকত্ব লাভ করতে চান, সেই ব্যক্তিরা ইউএসসিআইএসের এন-৪০০ ফর্মটি ব্যবহার করেন। এই ফর্মে এত দিন পুরুষের জন্য ‘এম’ এবং নারীর জন্য ‘এফ’ লিখে লিঙ্গপরিচয় প্রদান করার ব্যবস্থা ছিল। কিন্তু এখন এই নিয়মে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কারণ অনেকেই রয়েছেন তৃতীয় লিঙ্গের। কিন্তু ১ এপ্রিলের আগ পর্যন্ত তারা তাদের লিঙ্গপরিচয় সিটিজেনশিপ ফর্মের মধ্যে লিখতে পারতেন না। এখন থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও তাদের লিঙ্গপরিচয় লিখতে পারবেন। তাদের পরিচয় চিহ্নিত করার জন্য ইংরেজি ‘এক্স’ অক্ষর ব্যবহার করতে হবে।
ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) থেকে ১ এপ্রিল এটি কার্যকর করা হয়েছে। নতুন এই নিয়ম চালু করার কারণে এন-৪০০ ফর্মেও পরিবর্তন এসেছে। ১ এপ্রিল থেকে তৃতীয় লিঙ্গের যারাই সিটিজেনশিপ আবেদন করার জন্য এন-৪০০ ফর্ম পূরণ করবেন, তারা এক্স লিখে তার লিঙ্গপরিচয় নিশ্চিত করবেন। এর আগে যারা আবেদনপত্র জমা দিয়েছেন, তারাও রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স (আরএফই) চাইলে অথবা ইন্টারভিউয়ের সময় তাদের লিঙ্গপরিচয় আপডেট করতে পারবেন। ইউএসসিআইএস বলছে, লিঙ্গ পরিবর্তন করার জন্য আলাদা নথিপত্রের প্রয়োজন নেই।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে ইউএসসিআইএস ফর্মগুলোতে লিঙ্গ নির্বাচনের অনুমতি দেওয়ার জন্য নীতি ম্যানুয়াল আপডেট করে।
 

কমেন্ট বক্স