Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশ ডে প্যারেড : ১৫ এপ্রিল সংবাদ সম্মেলন

বাংলাদেশ ডে প্যারেড : ১৫ এপ্রিল সংবাদ সম্মেলন



 
মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ঐতিহ্য, শিক্ষা, অর্জন ও সংস্কৃতি নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেডের আয়োজন করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ। ২৬ মে জ্যাকসন হাইটের ৩৭ অ্যাভিনিউয়ে এটি উদ্্যাপিত হবে। এ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় নবান্ন পার্টি হল সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকেরা বাংলাদেশ ডে প্যারেড নিয়ে তাদের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরবেন।
নিউইয়র্কের সকল সংবাদমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, পরিচালক, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার এবং সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতাদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সবার সুচিন্তিত মতামতও তারা আশা করছেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্যারেডের আহ্বায়ক শাহ নেওয়াজ এবং মেম্বার সেক্রেটারি তরিকুল ইসলাম বাদল সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স