Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ

‘জওয়ান’র আগাম ঝলকে দুর্ধর্ষ শাহরুখ
বছরের শুরুতেই রাজকীয় প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষার পালা বাড়ে ‘জওয়ান’র জন্য। ধারণা করা হচ্ছে, ‘পাঠান’র মতো বক্স অফিসে ঝড় তুলবে ‘জওয়ান’ও। তেমনটাই আভাস মিলল ‘জওয়ান’র আগাম ঝলক তথা প্রিভিউতে।

আজ ১০ জুলাই (সোমবার) এই ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে, এ খবর আগেই জানানো হয়েছিল। অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় হলো সেই অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ।

পুরো সময় জুড়ে শাহরুখকে একাধিক রূপে দেখা গিয়েছে। কখনো তিনি রয়েছেন সেনার বেশে, কখনো আবার লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে। তবে আধা মুখোশ পরে বলিউড বাদশা ক্যামেরার সামনে তীক্ষ্ম চাহনি দিতেই কেল্লাফতে। অবশ্য শাহরুখের ছবি মানেই ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ সময় তার মুখে সংলাপ ছিল, ‘আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।’

অল্প সময়ের ঝলকে দেখা গেছে ছবির প্রধান নায়িকা নয়নতারাকে। ভিলেন চরিত্রে বিজয় সেতুপতিকেও দেখা গেছে খুনে মেজাজে। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে গুণ্ডাদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। এছাড়াও দেখা গেছে প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকাকে। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি ছবিটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার।

এসআর

কমেন্ট বক্স