সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে গৃহকর্ত্রী ও গৃহকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে গুরুতর দগ্ধ গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
৩১ মার্চ (রবিবার) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা মায়েরবাড়ি মন্দিরের সামনে গুনিন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে রুটি বানানোর সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন ধরে যায়। এতে রান্নাঘরে থাকা বাড়ির গৃহকর্ত্রী কল্যাণী মণ্ডল ও তার গৃহকর্মী দেবলা দেবনাথ অগ্নিদগ্ধ হন। তাদের উদ্ধার করতে গিয়ে বেড়াতে আসা বিন কাকলী সরদারও দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনে অগ্নিদগ্ধদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখানে কোনো বার্ন ইউনিট না থাকায় অতিরিক্ত দগ্ধ গৃহকর্ত্রী কল্যাণী মণ্ডল ও তার গৃহকর্মী দেবলা দেবনাথকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাড়ির লোকজন জানান, বাড়িতে সকালের নাস্তা রুটি তৈরি করার সময় সিলিন্ডারে অল্প গ্যাস থাকা অবস্থায় পরিবর্তন করে অপর সিলিন্ডারের পাইপ সংযোগ করে চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সমস্ত রান্নাঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
ঠিকানা/ছালিক