বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
শনিবার (৩০ মার্চ) রাতে গুলশানের বাসভবন ফিরোজায় যান চিকিৎসক দল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমি এখনো কিছু জানি না। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামের বাসায় আছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এদিকে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে উপস্থিত একটি সূত্র জানায়, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি দেখা গেছে।
ঠিকানা/এনআই