রান তাড়ায় নেমে দিল্লি ক্যাপিটালসকে শুরু থেকে লড়াইয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ফিফটির দ্বারপ্রান্তে পৌঁছে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। শেষ দিকে ট্রিস্তান স্টাবস ঝড় তুললেও যুজবেন্দ্র চাহাল ও আবেশ খানের নৈপুণ্যে চলতি আইপিএলে টানা দ্বিতীয় জয় তুয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিল্লিকে ১২ রানে হারিয়েছে রাজস্থান। ১৮৬ রান তাড়ায় নেমে এদিন নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে রিশাভ পন্তদের ইনিংস।
দিল্লির হয়ে এদিন নায়ক বনে যেতে পারতেন স্টাবস। কিন্তু প্রথম থেকে ক্রিজে ঝড় তোলা প্রোটিয়া ব্যাটার শেষ ওভারে কোনো চমক দেখাতে পারেননি। হার মেনেছেন পেসার আবেশের কাছে। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৭ রান। স্ট্রাইক প্রান্তে ছিলেন ২১ বলে ৪২ রানে অপরাজিত থাকা স্টাবস। প্রথম বলেই আবেশের ইয়র্কার ডেলিভারি থেকে এক রান নেন তিনি। স্ট্রাইক প্রান্তে আসেন ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকা অক্ষর প্যাটেল। দুই বল হজম করে তিনি স্ট্রাইক বদল করেন স্টাবসের সঙ্গে। আবারও পরাস্ত বিধ্বংসী স্টাবস। আবেশের স্লট বলে ১ রানের বেশি নিতে পারেননি তিনি। তাতে হার নিশ্চিত হয়ে যায় দিল্লির। শেষ পর্যন্ত স্টাবস ২৩ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৪৪ রানে অপরাজিত থাকেন। ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন অক্ষর। আসরে টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত হয় দিল্লি।
অবশ্য শেষ ওভারে নয়, দিল্লিকে আবেশ ছিটকে দিয়েছিলেন ইনিংসের ১২তম ওভারেই। ক্রিজে তখন আধিপত্য দিল্লির। জয়ের জন্য ৫৩ বলে ৮৯ রান প্রয়োজন ছিল তাদের। ১১.১ ওভার শেষে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৭ রান। ৩৩ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার। ঠিক তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ। লেংথ বলে ওয়ার্নারকে পরাস্ত করে শর্ট থার্ডে সন্দীপ শর্মার ক্যাচে পরিণত করেন। ফিফটি থেকে ১ রান দূরে থেকে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ওয়ার্নার। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি।
এরপর দিল্লিকে আর লড়াইয়ে থাকতে দেননি স্পিনার চাহাল। ১৪তম ওভারে রিশাভ পন্ত আর ১৬তম ওভারে অভিষেক পোরেলকে সাজঘরে ফিরিয়ে রাজস্থানের জয়ের পাল্লা ভারী করেন তিনি। রিশাভ ২৬ বলে ২৮ আর পোরেল ১০ বলে ৯ রান করে আউট হন। যদিও শেষ দিকে স্টাবস আবার আশা জাগিয়েছিলেন দিল্লি শিবিরে। কিন্তু তিনি শেষটা করতে পারেননি। রাজস্থানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নন্দ্রে বার্গার ও চাহাল। ১ উইকেট নিয়েছেন আবেশ।
এর আগে রায়ান পরাগের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে রাজস্থান। মাত্র ৩৬ রানের ব্যবধানে যশস্বী জয়সওয়াল (৫), জস বাটলার (১১) ও অধিনায়ক সানজু স্যামসনের (১৫) উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। সেখান থেকে দাপুটে ইনিংসে দলকে লড়াইয়ের বড় সংগ্রহ এনে দেন পরাগ। ৪৫ বলে ৭ চার ও ৬ ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তা ছাড়া রবিচন্দ্রন অশ্বিনের ১৯ বলে ২৯ ও ধ্রুব জুরেলের ১২ বলে ২০ ও শিমরন হেটমায়ারের ৭ বলে ১৪ রানের ইনিংস দলকে ভালো পুঁজি পেতে সাহায্য করেছিল।
দিল্লির হয়ে খলিল আহমেদ, মুকেশ কুমার, এনরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব প্রত্যেকে ১টি করে উইকেট নিয়েছেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রায়ান পরাগ।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


