Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

স্বাধীনতা মানে...

স্বাধীনতা মানে...
স্বাধীনতা মানে একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি,
স্বাধীনতা মানে বাংলার সবুজ বুকে লাল সূর্য আঁকি।
স্বাধীনতা মানে মায়ের লাঞ্ছনার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা,
স্বাধীনতা মানে একটি সোনালি সকালের প্রতীক্ষা।

স্বাধীনতা মানে দেশমাতার জন্য জীবন বলি,
স্বাধীনতা মানে বোনের সম্ভ্রম বাঁচাতে অস্ত্র ধরি।
স্বাধীনতা মানে মাঠে কৃষকের ভাটিয়ালি গান,
স্বাধীনতা মানে বটতলায় সংগ্রামী ছাত্রনেতার স্লোগান।

স্বাধীনতা মানে পহেলা বৈশাখে রমনার বটমূলে এসে হে
স্বাধীনতা মানে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে,
স্বাধীনতা মানে আদুল গায়ে কৃষক ছেলের ক্রিকেট খেলা,
স্বাধীনতা মানে গাছের ছায়ায় কোরাস করে নামতা পড়া।

স্বাধীনতা মানে সন্ধ্যায় উত্তরপাড়ায় হিন্দুবাড়িতে কীর্তন গান,
স্বাধীনতা মানে সন্ধ্যায় মসজিদে সুমধুর নামাজের আজান।
স্বাধীনতা মানে হাতে হাত কাঁধে কাঁধ ইস্পাতকঠিন একতা,
স্বাধীনতা মানে একটাই স্বপ্ন, স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা।

স্বাধীনতা মানে সাত কোটি মানুষের একটা স্বপ্নের নাম।
স্বাধীনতা মানে দুঃস্বপ্নের রাত শেষে আলো ঝলমলে সকাল।
স্বাধীনতা মানে রক্তের সাগরে স্নাত ভেসে ওঠা এক দেশ,
স্বাধীনতা মানে তেইশ বছর শোষণ আর প্রতারণায় শেষ।

স্বাধীনতা মানে আজীবন মাথা উঁচু করে দাঁড়াবার অঙ্গীকার,
স্বাধীনতা মানে দেশের জন্য প্রাণ দেব বারবার, হাজার বার।

 

কমেন্ট বক্স