বাংলাদেশের কাবাডির বিশ্বায়নের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল ১৩ মার্চ (সোমবার) উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ইউরোপের পোল্যান্ড। জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি। কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট গাজী মো. মোজাম্মেল হক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন (১৭ মার্চ) সামনে রেখে ঘরের মাঠে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। ১২ জাতির টুর্নামেন্টের খেলা কোর্টে গড়াবে সোমবার।
১২টি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। ‘এ’ গ্রুপে গত দুইবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশের সাথে ‘এ’ গ্রুপে পড়েছে ইরাক, নেপাল, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও পোল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে দুই আসরের রানার্সআপ কেনিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল ও চাইনিজ তাইপে।
আজ ১২ মার্চ (রবিবার) ১২ দলের অধিনায়ককে নিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক, টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ই. প্রসাদ রাও।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষকে উপলক্ষ করে ২০২১ সালে কাবাডির আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের যাত্রা শুরু। প্রথম আসরে ৫ দল অংশ নিলেও দ্বিতীয় আসরে বেড়ে দাঁড়ায় ৮-এ। গত দুই আসরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আরো বড় পরিসরে এবং কলেবর বাড়িয়ে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাপ কাবাডি দক্ষিণ আমেরিকা মহাদেশেও তার ব্যপ্তি ছাড়িয়েছে। প্রথমবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন মেসির দেশ আর্জেন্টিনা। এটিকে টুর্নামেন্টে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে আমরা এশিয়া, ইউরোপ, আফ্রিকা ছাড়িয়ে লাতিন আমেরিকা অঞ্চলে নিয়ে গেছি। আর্জেন্টিনা কাবাডি দল বাংলাদেশে আসায় টুর্নামেন্টের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরো বেড়ে গেছে। এতেই বোঝা যায় দেশে কাবাডির আবেদন এখনো শেষ হয়ে যায়নি।’
বর্তমান কমিটি দায়িত্বে আসার পর থেকে কাবাডির একের পর এক কার্যক্রম চলছেই। প্রতি বছর নিয়ম মেনে প্রিমিয়ার কাবাডি, সার্ভিসেস কাবাডি, প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগের পাশাপাশি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কাবাডি টুর্নামেন্ট আয়োজন করছে ফেডারেশন। এক সময় ঝিমিয়ে পড়া ফেডারেশনে প্রাণের গতি সঞ্চার করেছে বর্তমান কমিটি উল্লেখ করেন পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কাবাডি বিশ্বকাপ। ওই আসরকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে ফেডারেশন- এমনটাও জানান হাবিবুর রহমান। দলকে প্রস্তুত করতে দেশি-বিদেশি কোচের তত্ত্বাবধানে দেশ এবং দেশের বাইরে নিয়মিত অনুশীলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। খেলোয়াড়দের মান বাড়াতে বিদেশী কোচ, সহকারী কোচ আনা হয়েছে। সেই সঙ্গে নতুন নতুন রেফারি ও কোচ তৈরির জন্য নিয়মিত কোর্সও পরিচালনা করছে ফেডারেশন জানান হাবিবুর রহমান।
বঙ্গবন্ধু কাপ কাবাডির প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় আসরেও চ্যাম্পিয়নশিপ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাংবাদিকদের হাবিবুর রহমান বলেন, ‘এই আসর সামনে রেখে আমরা কঠোর অনুশীলন করেছি। দেশি-বিদেশি কোচদের তত্ত্বাবধানে বিদেশিও চলেছে অনুশীলন। প্রত্যাশা রাখছি আমরা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারব।’ চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদারও। বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। অনুশীলনও আমাদের ভালো হয়েছে। আশাকরি আমরা শিরোপা ধরে রাখতে পারব এবং আমার দলের সেই সামর্থ্য আছে।’
আজ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়কের মতো অন্য দলগুলোর অধিনায়কও টুর্নামেন্ট নিয়ে নিজেদের ভাবনার কথা জানান। কেনিয়ার অধিনায়ক ডেভিড শিলিসিয়া মোসাম্বাই বলেন, গেল দুই আসরে আমরা রানার্স আপ হয়েছি। এবার আমরা শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই। শিরোপা নিয়ে ঘরে ফেরার প্রত্যয় ছিল চাইনিজ তাইপে, নেপাল, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, ইংল্যান্ড, পোল্যান্ড, থাইল্যান্ড ও আর্জেন্টিনার অধিনায়কেরও কণ্ঠে।