Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ ছবি সংগৃহীত
এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার (২০ মার্চ) এ ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। দলটি এক বিবৃতিতে জানিয়েছে, থুং দলের নিয়ম লঙ্ঘন করেছে এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি।

যদিও এতে থুংয়ের পদত্যাগের বিস্তারিত জানানো হয়নি। তবে তা বৃহস্পতিবার জাতীয় পরিষদের বিশেষ অধিবেশনে জানা যাবে।

দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তারের শঙ্কা ছিল থুং-এর। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। যদিও এ অভিযানকে রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের হাতিয়ার বলে মন্তব্য করেছেন সমালোচকেরা।

বার্তা সংস্থা এপি বলছে, দুই বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতিবিরোধী অভিযানে বহিষ্কৃত হন।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট ভো ভ্যান থুং-এর পদত্যাগপত্র গ্রহণের পর বুধবার দেশটির সরকার বলছে, এই পদত্যাগ দেশের রাজনৈতিক অস্থিরতার লক্ষণ, যা দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাকে আঘাত করতে পারে।

সরকার একটি বিবৃতিতে বলেছে, থুং দলীয় নিয়ম লঙ্ঘন করেছেন। এর ফলে জনমতকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। এ ছাড়া দল, রাষ্ট্র এবং ব্যক্তিগতভাবে তার সুনামকে প্রভাবিত করেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স