বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে আবারও সমস্যা দেখা দিয়েছে। হাজার হাজার ব্যবহারকারী বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ দুটির নেটওয়ার্ক ডাউন হয়েছে। ফেসবুকের মেসেঞ্জারেও প্রবেশ করা যাচ্ছে না।
ডেইলি মেইলের প্রতিবেদন মতে, বুধবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে ফেসবুক ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে গেছে। বাংলাদেশ সময় বুধবার (২০ মার্চ) রাত নয়টার দিকে এ সমস্যার সম্মুখীন হতে থাকেন ব্যবহারকারীরা।
তারা বলছেন, অ্যাপ দুটি ভালোভাবে কাজ করছে না। মেসেঞ্জারে বার্তা পাঠানো এবং গ্রহণ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে না লাইভ ভিউয়ের সংখ্যা এবং পেজের কাভার ফটো।
যদিও কিছু ব্যবহারকারী বলেছেন, তারা বার্তা পাঠাতে পারছেন। তবে প্রাপকরা উত্তর দিতে পারছেন না। সার্ভার সমস্যার কারণে এমনটা হয়েছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের।
সামাজিক মাধ্যম ও অনলাইন সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টর ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পর্কিত অসংখ্য রিপোর্ট আসার কথা উল্লেখ করেছে। অ্যাপ দুটিতে সমস্যার কারণে অনেকেরই ইলন মাস্কের এক্স তথা টুইটার চলে গেছে।
বিষয়টি সার্ভারের সমস্যার কারণে হচ্ছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। প্রায় ১২ ঘণ্টা আগে ‘এক্স’ (সাবেক টুইটার) এ এক পোস্টে এমনটাই ইঙ্গিত দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।
ঠিকানা/এনআই