Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় শেষ হলো বঙ্গ সম্মেলন

অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় শেষ হলো বঙ্গ সম্মেলন
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : শেষ হলো ৪৩তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, যা ‘বঙ্গ সম্মেলন। গত ২ জুলাই রোববার মধ্য রাতে শেষ হয় ৪৩তম নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, যা ‘বঙ্গ সম্মেলন’ নামে অধিক পরিচিত। গত ৩০ জুন শুক্রবার জিম হুইলান বোর্ডওয়াক হলে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তা থাকলেও শহর থেকে ১১ মাইল দূরে ওশান ভিউ হোটেলে স্বল্পপরিসরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
বঙ্গ সম্মেলনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সেমিনার, যাত্রাপালা, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, আধুনিক গান, নৃত্যানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, ব্যান্ড সংগীত এবং শিশু-কিশোরদের বিভিন্ন পরিবেশনা।
বঙ্গ সম্মেলনে অংশগ্রহনকারী বাঙালিরা ঘুরে ঘুরে নিজেদের পছন্দ মতো অনুষ্ঠান উপভোগ করেন। কিন্তু  অনুষ্ঠানসূচীর সাথে মিল না থাকায় অনেকেই পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন।
জিম হুইলান বোর্ডওয়াক হলের বিশাল চত্ত্বর জুড়ে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছিল দেশের ও প্রবাসের স্বনামধন্য ব্যবসায়ীরা, এসবের মাঝে আপন ঔজ্জল্যে জ্বলজ্বল করছিল খ্যাতনামা বই বিপনী প্রতিষ্ঠান ‘মুক্তধারা’। বাঙালি খাবারের লোভে খাবারের ষ্টলে ছিল ভোজনবিলাসীদের দীর্ঘ লাইন। 
দুই বাংলার জনপ্রিয় শিল্পী চঞ্চল চৌধুরী ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ছিলেন সবার আকর্ষণের  কেন্দ্রবিন্দুতে ।
বঙ্গ সম্মেলনে পদ্মভূষণ অজয় চক্রবর্তী, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত আনিন্দ চ্যাটার্জি, কবি সুবোধ সরকার, সনু নিগম, জাভেদ আলী, বাংলা ব্যান্ড ক্যাকটাস, দুলাল লাহিড়ী, সুমিত্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায়, মেহের আফরোজ শাওন, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ জনপ্রিয় ব্যক্তি ও সংগঠন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন।
বঙ্গ সম্মেলনের রেজিস্ট্রেশন, আবাসিক ব্যবস্থাপনা, অনুষ্ঠানসূচী ও উপহার সামগ্রী বিতরণসহ সর্বত্রই ছিল চরম বিশৃঙ্খলা। আগতদের পরিবেশিত খাবারের মান নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। একদিনের জন্য মুল মিলনায়তন বাতিল হওয়ায় বহু অনুষ্ঠান বাদ দিতে হয়েছে। আমন্ত্রণ পেয়েও  বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান  মঞ্চে অনুষ্ঠান  করতে  পারেননি। পুলিশের হস্তক্ষেপও দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।
অনুষ্ঠানে নানান অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এমন পেশাদার অনুষ্ঠানে অপেশাদারিত্ব একেবারেই অনভিপ্রেত।
আটলান্টিক সিটির  জিম হুইলান বোর্ডওয়াক হলে অনুষ্ঠিত এই বঙ্গ সম্মেলনে দুই বাংলার বাঙালিদের সম্মিলন ঘটেছিল, তবে তা আশাব্যঞ্জক  ছিল না।
সম্মেলন শেষে অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, এবারের বঙ্গ সম্মেলন থেকে যে বিরূপ অভিজ্ঞতা নিয়ে লোকজন ফিরে যাচ্ছেন, আগামীতে তারা যদি বঙ্গ সম্মেলন থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে অবাক হবার কিছুই থাকবে না।
তবে আয়োজকরা বলেছেন বঙ্গ সম্মেলন সফল ও  স্বার্থকভাবে করতে পেরেছি। তারা আগামী দিনে আরও সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। 

কমেন্ট বক্স