Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রেললাইনের ফিশপ্লেট খুলে নেয় ৪ কিশোর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রেললাইনের ফিশপ্লেট খুলে নেয় ৪ কিশোর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ছবি : সংগৃহীত
কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার অভিযোগে ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ১৯ মার্চ (মঙ্গলবার) দুপুরে ‌আটককৃতদের আদালতে সোপর্দ করার পর তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে লাকসাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৯ মার্চ (মঙ্গলবার) দুপুরে ‌আটককৃতদের আদালতে সোপর্দ করার পর তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গত রোববার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন সংলগ্ন তেজের বাজারএলাকায় লাইনচ্যুত হয় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি। দুর্ঘটনার পর ১৫ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় ওই দুর্ঘটনা হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে রেলওয়ে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্যাহ বাহার বলেন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় জড়িত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে ৪ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের তিনজনই চৌদ্দগ্রামের ধোরকরা কাদেরিয়া মাদরাসার ছাত্র।

পুলিশের ভাষ্য দুর্ঘটনাস্থলের পাশে (তেজেরবাজার এলাকার ভেঙ্গিরপুল) পাওয়া একটি কালো ব্যাগের ভেতরে জন্মনিবন্ধন ও আইডি কার্ড পাওয়া যায়। এরই সূত্র ধরে চৌদ্দগ্রাম থেকে চার কিশোরকে আটক করা হয়। তারা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়ার কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির হোসেন (১৫), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আল আমিন (১৬), আব্দুল হামিদের ছেলে সাকিবুল হাসান তাহিব (১৪) ও আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিয়াদ (১৩)। 

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে কিশোররা জানান ঘটনার দিন তারা ভেঙ্গিরপুর এলাকায় রেলের ৩টি ফিসপ্লেট খুলে নিয়ে যায়। কেন খোলা হয়েছে এর জবাবে কিশোরার জানায়, তারা এ প্লেটগুলো বিক্রি করে সামনের ঈদের আতশবাজি ফুটিয়ে আনন্দ করবে।

ঠিকানা/ছালিক

কমেন্ট বক্স