রাজনীতিতে ফের আলোচনায় 'কিংসপার্টি'। নির্বাচনের আগে বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসান 'কিংস পার্টি' করতে চেয়েছিলেন-এমন খবরে এখন তোলপাড় পড়ে গেছে রাজনৈতিক অঙ্গনে। যদিও মেজর হাফিজের দাবি, এক আওয়ামী লীগ নেতার প্রস্তাব নিয়ে তার বাসায় জান সাকিব, তবে তিনি রাজি হননি। এদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাকিব আল হাসান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাসেরও বেশি সময় ১৮ মার্চ (সোমবার) বিএনএমের ফরম হাতে বিএনপি নেতা হাফিজ ও সাকিবের একটি ছবি ও প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল। পরে এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এ বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নির্বাচনের আগে সরকারের নীতি নির্ধারকদের একজন আমাকে অনুরোধ করেন তৃণমূল এবং বিএনএম দুইটি দলের একটির চেয়ারম্যান হতে। আমি কিছুদিন চিন্তাভাবনা করে জানিয়ে দিয়েছি আমি বিএনপিতেই থাকবো। এটা থেকেই সে (সাকিব) আসছিল একসময়, একটি দলে যোগদান করতে। যেহেতু আমি আর আগ্রহ দেখায়নি সেহেতু সেও আর আগ্রহ দেখায়নি।
এ বিষয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করা হলে, পুরনো বিষয়ে মন্তব্য করতে রাজী হন-নি। আর মেজর হাফিজ ও সাকিব আল হাসানকে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটি সরকারের একটি ব্যর্থ প্রকল্পে বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
যদিও শেষ পর্যন্ত সাকিব আল হাসান নতুন দলে না গিয়ে, দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। পরে ৭ জানুয়ারির নির্বাচনে জিতে সংসদ সদস্যও হয়েছেন।
ঠিকানা/ছালিক 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
