Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সুন্দরবনে শুটিং করতে গিয়ে গুরুতর আহত চিত্রনায়ক ইমন

সুন্দরবনে শুটিং করতে গিয়ে গুরুতর আহত চিত্রনায়ক ইমন
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণাধীন ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক ইমন। বর্তমানে সুন্দরবনে সিনেমাটির শুটিং চলছে। সেখানেই শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়েন এ নায়ক।

সুন্দরবনে সিনেমাটির শুটিংয়ের জন্য আরও রয়েছেন অভিনেতা জয় চৌধুরী। সেখান থেকে এ অভিনেতা ইমনের ব্যাপারে বলেন, সকালে ইমন ভাইয়ের একটি দৃশ্যের শুটিং ছিল। যেখানে জাহাজ থেকে লাফ দিতে হয় তাকে। সেই শট দেয়ার সময় হঠাৎ জাহাজের নোঙরে পা লেগে জখম হয়েছে।

জয় চৌধুরী বলেন, আমরা প্রাথমিকভাবে যতটুকু করার তা করেছি। তবে তার পায়ের অবস্থা খুব একটা ভালো নয়।


প্রসঙ্গত, ১৯৭১ সালে নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত গেরিলা অভিযানের বীরত্বের গল্প তুলে ধরা হচ্ছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর খরচ ধরা হয়েছে ২১ কোটি টাকা।

‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস এবং বাংলাদেশের গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। এতে বিভিন্ন চরিত্রে অভনয় করছেন জিয়াউল রোশান, অনন্ত জলিল, নিরব, ইমন, শিপন, সাঞ্জু, জয় চৌধুরী, অমিত হাসান, পল্লব, ইশতিয়াক আহমেদ রুমেল, নিপুণ, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, ওমর সানী ও মিশা সওদাগর।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স