মিশরের কায়রোতে অবস্থিত বিশ্বের অন্যতম প্রাচীন স্টুডিও আল-আহরামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
১৭ মার্চ (রোববার) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কায়রোর গিজা এলাকার বেশ কিছু ভবন থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখনও জানা যায়নি ঘটনায় হতাহতের সংখ্যা।
স্টুডিওটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। স্টুডিওতে তিনটি প্রোডাকশন স্টেজ, একটি স্ক্রিনিং রুম এবং একটি এডিটিং স্যুট রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রমজানের বিশেষ টিভি সিরিজের শুটিং শেষ হওয়ার ২৪ ঘণ্টা পরে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে আশেপাশে অবস্থিত সাতটি ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
ঠিকানা/ছালিক