Thikana News
০২ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
৭ জনকে জীবিত উদ্ধার

হাতিরপুলে আগুনে পুড়ল কার্পেটের গুদাম

হাতিরপুলে আগুনে পুড়ল কার্পেটের গুদাম ছবি সংগৃহীত
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মুহূর্ত। রাজধানীর হাতিরপুল বাজারের উল্টোপাশের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটিতে ছিল কার্পেটের গুদাম আর চতুর্থ তলায় থাকতেন ভবনটির মালিক ও তার পরিবার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে।

ভবনটিতে জানালা কম থাকায় ভেতরের আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। ভবনের দেয়াল ছিদ্র করতে বাধ্য হন তারা। প্রায় দুই ঘণ্টার বেশি সময় চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

জীবিত উদ্ধার করা হয় ৭ জনকে। ক্ষয়ক্ষতি হয় কার্পেটের দোকানের। স্থানীয় কয়েকজন জানান, ছাদ থেকে চিৎকার শুনতে পেয়েছেন তারা।

তবে আগুনের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, ‘আমরা উপর থেকে ৭–৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলতে পারব।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স