Thikana News
২৩ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলি বোমায় একই পরিবারের ৯ জন নিহত

ইসরায়েলি বোমায় একই পরিবারের ৯ জন নিহত ছবি সংগৃহীত
মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের কাছে বুরেজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৪ মার্চ) লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, এলাকাটি প্রবল বোমাবর্ষণের শিকার হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। রাস্তা ঢেকে আছে ধ্বংসস্তূপে।

ইসরায়েলি বাহিনী দেইর এল-বালাহকে প্রাথমিকভাবে ‘নিরাপদ অঞ্চল’ বললেও  মানুষ আর সেখানে নিরাপদ বোধ করছে না। কয়েক সপ্তাহ ধরে সেখানে প্রচুর বোমাবর্ষণ চলছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের ১ হাজার ১৩৯ জন মারা যায়। অন্যদিকে ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ৩১ হাজার ৩৪১ জন ফিলিস্তিনির। আহত হয়েছে ৭৩ হাজার ১৩৪ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স