গত বছর ভারতের মাটিতে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজ্বর কাড়েন রাচিন রবীন্দ্র। বছরের শুরুতেই আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ও গেছে তার ঝুলিতে। এবার আরও বড় সাফল্যের দেখা পেলেন এই তরুণ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার 'স্যার রিচার্ড হ্যাডলি মেডেল' জয় করে রেকর্ড গড়েছেন ২৪ বছর বয়সী রবীন্দ্র। তিনিই সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয় করলেন।
মেয়েদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যামেলিয়া কের।
বিশ্বকাপের আগ পর্যন্ত বোলার মতো কোনো সাফল্য ছিল না রাচিন রবীন্দ্রের । কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করেন এই ২৪ বছর বয়সী। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দেন। সেই তিনটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৫৭৮ রান করে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন রবীন্দ্র।
গত বছর সব মিলিয়ে ২৫ ওয়ানডে খেলেন তিনি। তাতে ৪১ গড়ে ৮২০ রান করেন তিনি। বল হাতেও নিয়েছেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতেও ১৩৩.৮২ স্ট্রাইক রেটে ৯১ রানের পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। ২০২৩ সালে কোনো টেস্ট না খেললেও চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ২৪০ রানের অসাধারণ এক ইনিংস। তার এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ জয়ে দারুণ ভূমিকা রেখেছে।
এদিকে নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন ড্যারিল মিচেল। টি-টোয়েন্টির সেরা মিচেল স্যান্টনার। চোটের সঙ্গে সারা বছর লড়াই করলেও মাত্র ছয় টেস্ট খেলেই বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেন উইলিয়ামসন।
টেস্টে ৫৬ গড়ে ৬১৯ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে। যেখানে চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই ব্যাটার।
টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরার 'ডেবি হকলি মেডেল' পেয়েছেন অ্যামিলিয়া কের। গত বছর ওয়ানডেতে তিনি নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৬৭ গড়ে ৫৪১ রান এসেছে তার ব্যাট থেকে। টি-টোয়েন্টিতেও ১১৮ স্ট্রাইক রেটে ৪২ গড়ে ২৫২ রান করেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা পুরস্কারও উঠেছে তার হাতে।
ঠিকানা/ছালিক