Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
গাজায় ইসরাইলকে সমর্থনের প্রতিবাদ 

মার্কিন সেনাবাহিনীর স্পন্সর থাকায় ব্রিটিশ গায়িকার অনুষ্ঠান প্রত্যাহার

মার্কিন সেনাবাহিনীর স্পন্সর থাকায় ব্রিটিশ গায়িকার অনুষ্ঠান প্রত্যাহার
আমেরিকার টেক্সাসে অনুষ্ঠিতব্য সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল (এসএক্সএসডাব্লিউ) থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন ব্রিটিশ গায়িকা রাচেল চিনৌরিরি। গাজায় ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক বাহিনীর সমর্থনের প্রতিবাদ ও সেনাবাহিনীর সঙ্গে অনুষ্ঠানের স্পন্সরের চুক্তির কারণে তিনি এ উৎসব বয়কট করেছেন বলে জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রাচেল জানান, যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। তার বাবা-মা জিম্বাবুয়ে থেকে যুক্তরাজ্যে যখন এসেছিলেন, তখন তিনি ছিলেন ‘শিশু সৈনিক’ এবং তাদের জীবন ছিল অসহ্য যন্ত্রণার। 

রাচেল আরও জানান, কখনো সুযোগ হলে বেড়ে ওঠার সকল প্রতিবন্ধকতার গল্প তুলে ধরবেন তিনি। তবে তার এ প্রতিবাদ শতভাগ যুদ্ধবিরোধী।

সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভাল যা আমেরিকার অস্টিন শহরে ১৬ মার্চ পর্যন্ত চলবে। এ ফেস্টিভালে ফিল্ম, কমেডি এবং সঙ্গীত বিষয়ে বিভিন্ন ধরণের পর্ব থাকে। প্রতি বছর এতে ৩ লাখেরও বেশি দর্শকের সমাগম হয়। অনুষ্ঠানের জন্য অস্থায়ী জেটি নির্মাণসহ বিভিন্ন সুরক্ষার দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনী। বিবিসি  

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স