দেবর ভাবির দ্বন্দ্বে টালমাটাল জাতীয় পার্টি। নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির পর এবার দুপক্ষের অভিযোগের তীর নির্বাচন কমিশনের (ইসি) দিকে। রওশন এরশাদপন্থিদের সম্মেলনকে গঠনতন্ত্র বিরোধী মন্তব্য করে জিএম কাদের দায় চাপান কর্তৃপক্ষের ওপর। আর রওশনপন্থীদের দাবি, দল পরিচালনা করার দায়িত্ব নেতাদের, নির্বাচন কমিশন শুধু তদারকি করে।
নির্বাচনের পর থেকেই পদত্যাগ, বহিষ্কার আর অব্যাহতিতে বারবার শিরোনামে আসে জাতীয় পার্টি। স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদের দশম জাতীয় সম্মেলন ঘোষণার পর দলের গৃহদাহ যেন নতুন রূপ নেয়। ৯ মার্চের ওই সম্মেলনে আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং মহাসচিব কাজী মামুনুর রশীদ।
প্রতিক্রিয়ায় শনিবার সম্মেলনকে গঠনতন্ত্রবিরোধী বলে আখ্যা দেন জি এম কাদের। সেই সঙ্গে দায় চাপান কর্তৃপক্ষের ওপর।
তিনি বলেন, ‘সব জেনেও যদি কেউ কিছু করে তাহলে কিছু করার নেই। তাদের কাজ দলের গঠনতন্ত্রবিরোধী। কর্তৃপক্ষ জানে এটা গঠনতন্ত্রবিরোধী। তারপরও যদি তারা এতে বাধা না দেন, তাহলে বুঝতে হবে তারা বিষয়টিকে উৎসাহ দিচ্ছে।’
এবার সে বক্তব্য খণ্ডালেন জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের মুখপাত্র ও কো চেয়ারম্যান সুনীল শুভ রায়। বলেন, নির্বাচন কমিশনে জমা দেয়া গঠনতন্ত্রটি জাতীয় পার্টির মূল গঠনতন্ত্র নয়।
সেই সঙ্গে দলের নেতাকর্মীদের মন্তব্য- নির্বাচন কমিশন তদারকি করে, দল চালান নেতারা। তাই বৈধতাও দেবে কাউন্সিল, কমিশন নয়।
ঠিকানা/ছালিক