Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


মারা গেছেন পর্নো তারকা সোফি লিওনে

মারা গেছেন পর্নো তারকা সোফি লিওনে



 
মাত্র ২৬ বছর বয়সী পর্নো তারকা সোফি লিওনে মারা গেছেন। তার সৎপিতা মাইক রোমেরা বলেছেন, তাকে নিজের এপার্টমেন্টে ‘অচেতন’ অবস্থায় পাওয়া গেছে। শনিবার তিনি বলেছেন, ১লা মার্চ যুক্তরাষ্ট্রে নিজের বাসায় মৃত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। গো ফান্ড মি’তে এসব কথা লিখেছেন মাইক রোমেরা।  গো ফান্ড মি’তে তিনি সোফির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তহবিল সংগ্রহে সাহায্যের আবেদন জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

মাইক রোমেরা বলেন, তার মা ও পরিবারের পক্ষ থেকে এটা খুবই হৃদয় ভারাক্রান্ত খবর যে, আমাদের প্রিয় সোফির মৃত্যুর খবর শেয়ার করছি। সোফির আকস্মিক চলে যাওয়াতে তার পরিবার ও বন্ধুমহল ভেঙে পড়েছেন। হতাশায় ডুবে গেছেন। তার জন্য শোক প্রকাশ করছি। পাশাপাশি তার পরিবার আর্থিক সংকটের মুখোমুখি।

এমনটার জন্য পরিবার প্রস্তুত ছিল না। 
তিনি আরও জানান, তার মৃত্যুর কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশের তদন্ত চলমান। ১০১ মডেলিং নামের এজেন্সিকে নিজের এজেন্সি হিসেবে ব্যবহার করতেন সোফি। ওই এজেন্সিও মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, প্রিয় সোফি লিওনের বিয়োগান্তক চলে যাওয়ায় তাদের হৃদয় ভেঙে গেছে। সে ছিল আমাদের চমৎকার এক উৎসাহ। আমাদের অনেককে স্পর্শ করে ছিল সে। সৃষ্টিকর্তা এই ছোট্ট ‘অ্যানজেল’কে শান্তিতে রাখুন। তিনি জানেন, আমরা তাকে কতটা ভালবাসতাম। তার পরিবারের জন্য গো ফান্ড মি একাউন্ট খোলা হয়েছে। 

তারা আরও বলেছে, সোফি আত্মহত্যা করতে পারে না। তার ঘরে কেউ জোর করে প্রবেশ করে হত্যা করেছে কিনা, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে এখন। মাত্র ১৮ বছর বয়সে পর্নো শিল্পে প্রবেশ করেন সোফি লিওনে। তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১০ই জুন। তার মোট অর্জিত সম্পদ ছিল ১০ লাখ ডলার। তাকে নিয়ে এ বছর পর্নো জগতের চারজন তারকা মারা গেছেন। তারা হলেন কাগনি লিন কার্টার, জেসে জেইন, থাইনা ফিল্ডস এবং সোফি লিওনে। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স