দল ও দেশের স্বার্থ পরিপন্থি কাজ করায় রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। 
বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। 
রেজা কিবরিয়াকে সাবেক আহ্বায়ক উল্লেখ করে তিনি বলেন, রেজা কিবরিয়া আজকে যেসব অভিযোগ করছেন আমাকে নিয়ে, তবে তিনি দলে থাকা অবস্থায় এসব অভিযোগ করেননি। বোঝাই যাচ্ছে ক্ষোভ ও রাগ থেকে এসব অভিযোগ করছেন। 
তিনি আরও বলেন, এই সরকার পতনের যখন সাইরেন বাজছে। তখন রেজা কিবরিয়া গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে বিএনপি ভেঙ্গে, বিএনপির কিছু মনোনয়নবঞ্চিত নেতা, পদবঞ্চিত নেতাদের নিয়ে নির্বাচনে যাওয়ার পাঁয়তারা করছেন।
রেজা কিবরিয়া তো দলের কোনো পদে নাই। দল তার নামে নিবন্ধন পাবে এটা তিনি কীভাবে বলেন যে দল তার নামে। নির্বাচন কমিশনে (ইসি) কি তার কোনো মামু, খালু আছে?
এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
