Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াত আবু জ্যামাইকার বাসিন্দা

বাংলাদেশ সোসাইটির চেক জালিয়াত আবু জ্যামাইকার বাসিন্দা



 
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাতের চেষ্টায় অভিযুক্ত মামুন আবু নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা। পেশায় তিনি একজন পেশাদার স্ক্যামার বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক জ্যামাইকার একজন নারী বাসিন্দা ঠিকানাকে জানিয়েছেন, মামুন আবু দীর্ঘদিন ধরে ১৮৩ স্ট্রিট ও হিলসাইড অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্টের বসবাস করে আসছেন। ওই নারীও ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। আবু মামুন তার তথ্য সংগ্রহ করে ক্রেডিট কার্ড খুলে প্রায় ৫০ হাজার ডলার আত্মসাৎ করেছেন।
ওই নারী জানান, তিনি এক মাসের ছুটিতে দেশে গিয়েছিলেন। প্রতারক মামুন আবু তার লেটার বক্স থেকে চিঠি চুরি করে বিভিন্ন তথ্য নিয়ে তার নামে একাধিক ক্রেডিট কার্ড আবেদন করেন। এরপর সেই কার্ড থেকে প্রায় ৫০ হাজার ডলার আত্মসাৎ করেন। বিষয়টি জানার পর তিনি ক্রেডিট ব্যুরোতে অভিযোগ দিয়েছেন। 
তিনি জানান, মামুন আবুর বাসাটি এখনো বর্তমান। কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন। সম্প্রতি জানতে পারেন যে মামুন আবু বাংলাদেশ সোসাইটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাতের চেষ্টা করেছেন। পুলিশ তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। 
উল্লেখ্য, গত বছর ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়ায় টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে ডলার উত্তোলন করতে ব্যর্থ হন। 
চেক জালিয়াতের ঘটনায় বাংলাদেশি সোসাইটি একটি মামলাও দায়ের করেছিল। গত ৫ মাস গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত করে। তারা ব্যাংকের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ দেখে আবুকে সনাক্ত করা হয়। তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। আবুকে ধরতে বিভিন্ন এলাকায় সাঁটা হয়েছে পোস্টার। 

কমেন্ট বক্স