সম্প্রতি হায়দরাবাদে এক স্টোর লঞ্চিং ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল আগারওয়াল। সঙ্গে ছিলেন তার বাবা বিনয়ও। সেখানেই এক অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া এক্সে ভাইরাল হয়েছে অভিনেত্রী কাজলের একটি ভিডিও। সেখানে দেখা গেছে, সেলফি তোলার সময় এক ব্যক্তির স্পর্শে অপ্রস্তুত অনুভব করেন কাজল।
স্টোরের লঞ্চিংয়ের সময় অভিনেত্রী একটি সেলফি ক্লিক করার জন্য এক ভক্তের অনুরোধ রাখার চেষ্টা করেন। এক্সে অনুরাগীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ছবিটি ক্লিক করার সময় ওই ব্যক্তি অভিনেত্রীর কোমর স্পর্শ করেন। কাজলকে বেশ আতঙ্কিত দেখাচ্ছিল সেই সময়। ইভেন্টের ভিডিও এক্স প্ল্যাটফর্মে শেয়ার হতেই ওই নেটিজেনের ভিডিওতে সেই দৃশ্য নজরে আসে। অভিনেত্রী যদিও অনুষ্ঠানস্থলে কোনো বাধা দেননি। এর পরই অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দেন তিনি।
দুর্ভাগ্যবশত, কাজল প্রথম নারী অভিনেত্রী নন, যিনি এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সারা আলী খান, অপর্ণা বালামুরালি, অহনা কুমার, মালাইকা আরোরাসহ এমন কয়েকজন অভিনেত্রী ছিলেন, যারা গত বছর নানা রকমের ইভেন্টে যোগ দেওয়ার সময় এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালে মা হয়েছেন কাজল। স্বামী গৌতম কিচলু আর কাজলের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন নীল। সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। শিগগিরই তেলুগু সিনেমা সত্যভামা এবং তামিল সিনেমা ইন্ডিয়ান ২-এ দেখা যাবে কাজলকে।
ঠিকানা/এনআই