Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

প্যারা আরচারিতে ঝুমার ব্রোঞ্জ জয়

প্যারা আরচারিতে ঝুমার ব্রোঞ্জ জয় ছবি সংগৃহীত





 
অলিম্পিকে কম্পাউন্ড না থাকলে প্যারা অলিম্পিকে অবশ্য এ ইভেন্টে খেলা হয়। আমেরিকান আরচার ওয়াল্লেস তেরেসাকে হারিয়ে প্যারা অলিম্পিকে খেলার সম্ভাবনা জাগিয়েছেন বাংলাদেশের ঝুমা আক্তার।

দুবাইয়ে চলমান প্যারা অলিম্পিক বাছাইয়ে সে সম্ভাবনা জাগানোর সঙ্গে ব্রোঞ্জ পদকও জিতেছেন বাংলাদেশি এ তিরন্দাজ। বৈশ্বিক আসরে আগেও সাফল্য পেয়েছেন ঝুমা আক্তার। ব্রোঞ্জ জিতেছিলেন এশিয়ান প্যারা আরচারি চ্যাম্পিয়নশিপেও।

ব্রোঞ্জ পদকের ম্যাচে ঝুমা আক্তারের ১৩৮ পয়েন্টের বিপরীতে মার্কিন তিরন্দাজ তেরেসার স্কোর ছিল ১৩৪। সেমিফাইনালে হাড্ডহাড্ডি লড়াইয়ের পর ঝুমা আক্তার ইতালিয়ান প্রতিযোগীর কাছে মাত্র ১ পয়েন্টে হেরেছিলেন।

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল একই সঙ্গে বাংলাদেশ প্যারা আরচারি অ্যাসোসিয়েশনের সভাপতি। ঝুমা আক্তারের ব্রোঞ্জ জয়ে প্যারা অলিম্পিক খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে কি না—পরিষ্কার করতে পারেননি প্যারা আরচারি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি বলেছেন, ‘কম্পাউন্ড নারী বিভাগে আমাদের যে অবস্থান, তাতে প্যারা অলিম্পিক নিশ্চিত হওয়ার কথা। এখনো এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য আমরা পাইনি। এ কারণে নিশ্চিত করতে পারছি না।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স