Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজধানীতে ২টি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজধানীতে ২টি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে দুটি বাণিজ্যিক ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ৬ মার্চ (বুধবার) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ ঘোষণা দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জুলকার নায়নের সঙ্গে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ গুলশান-২ এর ৪৬ নম্বর রোডের ৩৩ এবং ৩৪ নম্বর ভবনে সর্তকতামূলক ব্যানার ঝুলিয়ে দেয়।

এর আগে, অনিয়মের অভিযোগ ওই দুটি ভবনে থাকা কাচ্চি ভাইসহ কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গত গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়। আটতলা ভবনটিতে রেস্তোরাঁ ব্যবসার অনুমোদন না থাকার পরও অগ্নিনিরাপত্তাহীন আটটি রেস্তোরাঁ চলছিল। যার খেসারত হিসেবে অগ্নিকাণ্ডে এত মানুষের অকালমৃত্যু হলো।

এ ঘটনার পরেই রাজধানীর বিভিন্ন ভবন ও রেস্টুরেন্টে অভিযানে নামে বিভিন্ন সংস্থা। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাসহ অপরিকল্পিতভাবে সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স