Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

মনে হচ্ছে, দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে: সালওয়া

মনে হচ্ছে, দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে: সালওয়া নিশাত নাওয়ার সালওয়া। ছবি: সংগৃহীত
গত রাতে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হওয়ায় হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। পরে অবশ্য ঠিক হয়ে যায়।
এই নিয়ে ফেসবুকে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া মজা করে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে সালওয়া আতঙ্কিত ব্যবহারকারীদের কর্মকাণ্ড দেখে বলেছেন, কিছুক্ষণের জন্য ফেসবুক ডাউন হওয়ায় বাঙালি যেভাবে হা-হুতাশ করছে; মনে হচ্ছে, দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে!
সালওয়ার এই কথার পিঠে আরো কথা চালাচালিও হয়েছে। অনেকেই তার সঙ্গেও মজা করতে ভোলেননি। 
তবে গত রাত যে আসলেই আতঙ্ক ধরিয়ে দিয়েছিল তা ব্যবহারকারীদের পোস্ট থেকে বোঝা যায়।

ফেসবুক সচল হওয়ার পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বার্তায় বলেন, আজ একটি কারিগরি সমস্যার কারণে আমাদের কিছু সেবা পাওয়ার ক্ষেত্রে লোকজনকে জটিলতায় ফেলেছে। তাদের সমস্যা নিরসনে যত দ্রুত সম্ভব আমরা এর সমাধান করেছি। এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স