নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট (ডিওয়াইসিডি) গ্রীষ্মকালীন যুব কর্মসংস্থান কর্মসূচিতে (SYEP) ইন্টার্নশিপ করার জন্য আবেদনপত্র গ্রহণ করছে। এই আবেদন গ্রহণ করার সময় ১ মার্চ পর্যন্ত ছিল। এখন সময় বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে ১৪ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের পর কর্তৃপক্ষ যোগ্যদের প্রাথমিকভাবে নির্বাচিত করে জানিয়ে দেবে। এরপর তারা ওরিয়েন্টেশনসহ প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ বছর সিটির এক লাখের বেশি মানুষকে চাকরি দেওয়া হবে। এর মধ্যে বেশির ভাগই স্টুডেন্ট। স্টুডেন্ট ছাড়াও যারা নির্ধারিত বয়সের মধ্যে পড়বেন, তারাও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা ছাড়াও এসওয়াইইপি নথি এবং কাগজের অ্যাপ্লিকেশন একাধিক ভাষায় করা যাবে।
ডিওয়াইসিডির পক্ষ থেকে সেখানকার প্রধান তথ্য কর্মকর্তা মার্ক জোস্তভিচ জানান, এসওয়াইপি জুলাই ও আগস্ট মাসে ছয় সপ্তাহের জন্য পরিচালিত হবে। উদ্যোগটি যুবকদের সম্ভাব্য কর্মজীবনের আগ্রহ এবং পথ অন্বেষণ করার জন্য অর্থ প্রদানের সুযোগ প্রদান করে। অংশগ্রহণকারীদের শেখার অভিজ্ঞতায় জড়িত হতে দেয়, যা তাদের পেশাদার, সামাজিক, নাগরিক এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করে। ১৪ ও ১৫ বছর বয়সী অংশগ্রহণকারীরা গ্রীষ্মের জন্য একটি উপবৃত্তি পায়, ১৬-২৪ বছর বয়সী যুবকদের বর্তমান ন্যূনতম মজুরি দেওয়া হয়।
এসওয়াইইপি প্রোগ্রামে গত গ্রীষ্মে অংশগ্রহণকারীরা ব্যবসা/অর্থ, ফ্যাশন, জনহিতৈষী, প্রযুক্তি, শিল্প/সংস্কৃতি, প্রকৌশল/নির্মাণ, স্বাস্থ্যসেবা, আইনি পরিষেবা, রিয়েল এস্টেট, পরিবহণ, বিজ্ঞাপন/বিপণনরে মতো শিল্পে প্রায় ১৮ হাজার কর্মক্ষেত্রে তাদের ক্যারিয়ার শুরু করেছে। তাদের আতিথেয়তা/পর্যটন, মিডিয়া/বিনোদন, রিটেলসহ বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হবে।