Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


আইসিসির মাসসেরার তালিকায় এবার জয়সওয়াল

আইসিসির মাসসেরার তালিকায় এবার জয়সওয়াল ছবি : আইসিসি



 
ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের তিনজন টপঅর্ডার ব্যাটসম্যানকে নিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় চমক তৈরি করে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল।

৪ মার্চ (সোমবার) আইসিসির ওয়েবসাইটে ফেব্রুয়ারি মাসসেরার তালিকা প্রকাশ পায়। এই তালিকায় মোট তিনজন ক্রিকেটারকে রাখা হয়েছে। পরবর্তীতে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে মাসসেরা হিসেবে ঘোষণা করা হবে। 

মাসসেরার দৌড়ে রয়েছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পাথুম নিশানকা। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউইদের সাদা পোশাকে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইতে দুটি সেঞ্চুরি করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপরে সিরিজ জয়ের জন্য হ্যামিলটনে ১৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন। তার এমন পারফরম্যান্সে মাসসেরার তালিকায় জায়গা করে নিয়েছেন। 

অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুটি ডাবল সেঞ্চুরি করে পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় তারকা যশস্বী জয়সওয়াল। তার প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল বিশাখাপট্টমে। আর পরেরটি রাজকোটে। ঘরের মাটিতে এমন পারফরম্যান্স দেখিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসসেরা তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। 

উইলিয়ামসন ও জয়সওয়ালের পাশাপাশি তালিকায় রয়েছেন লঙ্কান ‘জাদুকর’ পাথুম নিশানকা। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে যে জাদু দেখিয়েছিলেন তিনি, সেটি দেশটির জার্সিতে কেউ কখনো করতে পারেনি। অর্থাৎ ওয়ানডেতে নিশানকাই প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। এছাড়াও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও ২৫ বছর বয়সী এই তারকা সেঞ্চুরি করেছিলেন। তাতেই ভর করে মাসসেরা তালিকায় জায়গা হয়েছে। 

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স