পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনকে 'অবৈধ' ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান। রোববার দেশটির জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন এমন মন্তব্য করেন তিনি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
 
এদিনই পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল প্রধানমন্ত্রী নির্বাচন। নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএলএম-এন) দলের সভাপতি শাহবাজ শরিফ। জাতীয় পরিষদের অধিবেশনে নবগঠিত জোট সরকারের তীব্র সমালোচনা করেছেন ওমর আইয়ুব খান। এই সরকারকে একটি 'ফ্যাসিবাদী' শাসন হিসেবে বর্ণনা করেছেন তিনি। 
তিনি আরও বলেন, এটি ছিল একটি 'অন্যায্য নির্বাচনি অনুশীলন'। আমাদের যে আসন পাওয়া উচিত ছিল তা আমরা পাইনি। আর তাই স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধানমন্ত্রী নির্বাচন অবৈধ হয়ে গেছে। '  জোট সরকারের সদস্যদের ফরম-৪৭ এর 'সুবিধাভোগী' হিসেবে বর্ণনা করেছেন ওমর আইয়ুব খান। বলেছেন, 'ফরম -৪৫ অনুযায়ী ফল ঘোষণা করা হলে পিটিআই জাতীয় পরিষদে ১৮০টি আসন লাভ করতো। '
জাতীয় পরিষদের অধিবেসনে ওমর আইয়ুব খান নওয়াজ শরিফের দলকে ইঙ্গিত করে আরও বলেন, 'আপনি আমাদের কাছ থেকে আমাদের নির্বাচনি প্রতীক ছিনিয়ে নিয়েছেন। আপনি ফরম-৪৫ এর ফল ছিনিয়ে নিয়েছেন।  কিন্তু আমরা টিকে আছি। এবং ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ না নেওয়া পর্যন্ত আমরা টিকে থাকব। '
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
