Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চাহালকে মাথায় তুলে ঘোরালেন নারী রেসলার

চাহালকে মাথায় তুলে ঘোরালেন নারী রেসলার ছবি সংগৃহীত
কয়েক দিন আগে বার্ষিক কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে জায়গা হয়নি ৩৩ বছর বয়সী লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। অবশ্য ছয় মাস আগে শেষবার জাতীয় দলে খেলা চাহাল যে বার্ষিক চুক্তিতে থাকবেন না, এটা অনেকটা অনুমিতই ছিল।

চুক্তিতে জায়গা না পেয়েও ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। গত শুক্রবার স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন একটি রিয়েলিটি শোর পার্টিতে। সেখানে চাহালের অবস্থা রীতিমতো নাজেহাল করেছেন সঙ্গীতা ফোগাট। মজার ছলে ভারতীয় স্পিনারকে মাথায় তুলে কয়েক চক্কর খাইয়েছেন এই নারী রেসলার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, শুক্রবার ডান্স রিয়েলিটি শো ‘ঝালাক দি লাজা’র একটি পার্টিতে স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন চাহাল। তার স্ত্রী এ প্রতিযোগিতার পাঁচ ফাইনালিস্টের একজন ছিলেন।  সেখানে তাদের দেখা হয়ে যায় নারী রেসলার সঙ্গীতা ফোগাটের সঙ্গে। সঙ্গীতা ফোগাটও এ প্রতিযোগিতার একাদশ মৌসুমে অংশ নিয়েছিলেন।

দুই অঙ্গনের দুই ক্রীড়াবিদ একসঙ্গে মেতে ওঠেন আড্ডায়। রসিকতায়ও মেতেছিলেন তারা। এরই মধ্যে এক ফাঁকে মজার ছলে চাহালকে ঘাড়ে তুলে নেন সঙ্গীতা। সেখানেই থেমে থাকেননি, চাহালকে ঘাড়ে নিয়ে কয়েক পাক ঘুরিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী এ কুস্তিগির।

কয়েকবার চক্কর খাওয়ার পরে মাথা ঘুরতে শুরু করে চাহালের। তিনি সঙ্গীতাকে অনুরোধ করেন তাকে নিচে নামানোর জন্য। পরে অবশ্য থেমেছেন সঙ্গীতা। সঙ্গে সঙ্গেই ঘাড় থেকে নামিয়েছেন ভারতীয় স্পিনারকে। রোববার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই তা লুফে নেন নেটিজেনরা। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন চাহাল। ভারতের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের আগস্টে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি এ লেগ স্পিনারের। আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে চাহালকে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স