Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মানিকগঞ্জে বিয়েবাড়িতে মদ্যপানে মামা-ভাগনের মৃত্যু

মানিকগঞ্জে বিয়েবাড়িতে মদ্যপানে মামা-ভাগনের মৃত্যু দীপু সরকার ও প্রসেনজিৎ সরকার। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের সদর উপজেলায় আত্মীয়ের বিয়েতে মদ্যপান করে দুজনের মৃত্যু হয়েছে। এখনো অসুস্থ আছেন আরও তিন-চারজন। শনিবার (২ মার্চ) উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দীপু সরকার (২৯) ও প্রসেনজিৎ সরকার (২১)। দীপু উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে। প্রসেনজিৎ দীপু সরকারের বড় বোনের ছেলে। তার বাড়ি গাজীপুরে। এক মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে নানাবাড়িতে এসেছিলেন তিনি।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার উপপরিদর্শক মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী জানান, তার বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। শুক্রবার গায়েহলুদে রাতে কয়েকজন মিলে দেশীয় তরল কিছু (মদ) খেলে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ মারা গেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স