Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী ছবি : সংগৃহীত



 
বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গতকাল শনিবার সন্ধ্যায়  নতুন  ইনিংসের সূচনা করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। দক্ষিণ কলকাতার  বসেছিল এই বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই  এই বিয়ে হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

শুভদৃষ্টি, মালাবদল, সাত পাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। বিয়ের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও স্পর্শ রয়েছে সাবেকিয়ানার ।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।   

গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস্‌ ডে-র দিন আইনি মতে বিয়ে করেছিলেন এ জুটি। যদিও বিয়ের পর মায়ের সঙ্গেই থাকছিলেন শ্রীময়ী। আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করে শ্বশুরবাড়ি যাবেন শ্রীময়ী। এর আগে দীর্ঘ আইনি জটিলতা শেষে গত ১০ জানুয়ারি কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে আদালত।

পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সারেন কাঞ্চন। অবশেষে শনিবাসরীয় সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন দু'জনে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স