Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে ৩৭ মণ ওজনের ‘কালো পাহাড়’ মহিষের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ

মুন্সীগঞ্জে ৩৭ মণ ওজনের ‘কালো পাহাড়’ মহিষের দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের একটি খামারে প্রায় ৩৭ মণ ওজনের ‘কালো পাহাড়’ মহিষ পালন করা হয়েছে। আসন্ন কোরবানির ঈদে সেটি ২৫ লাখ টাকায় বিক্রি করতে চান তারা। মহিষটি উচ্চতায় ৬ ফুট। সেটি উপজেলার সাতঘড়িয়া এলাকার ডাচ ডেইরি লিমিটেডের খামারে রয়েছে। খামারের সেলস ম্যানেজার নাঈম গণমাধ্যমকে বলেন, ভারত থেকে আনার পর ৫ বছর ধরে পরম যত্নে বড় করা হয়েছে মহিষটি। ২৪ ঘণ্টা বৈদ্যুতিক পাখার নিচে থাকে সেটি। ভুট্টাগাছ, খড়-কুঁড়া, ভুসির মিশ্রণে তৈরি সাইলেজ নামের বিশেষ গোখাদ্য খাওয়ানো হয়। দেখাশোনা করেন দু’জন কর্মী। তারা শ্যাম্পু দিয়ে তিন বেলা গোসল করান মহিষটিকে।

ডাচ ডেইরি লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আসিফ মৃধা বলেন, উচ্চতার কারণে মহিষটিকে ‘কালো পাহাড়’ নাম দেন। এর ওজন প্রায় ১৫০০ কেজি। এমন ওজনের কোনো মহিষ দেশের খামারে নেই। তিনি আরও বলেন, তাদের খামারে ‘কালো মানিক’ নামে আরেকটি মহিষ আছে। সেটির ওজন ১৩০০ কেজি। দুটি মহিষের দামই ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকা হাঁকছেন।


ঠিকানা/এম

কমেন্ট বক্স