Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 
বেইলি রোডে আগুন

‘কাচ্চি ভাই’-এর ম্যানেজারসহ চারজন রিমান্ডে

‘কাচ্চি ভাই’-এর ম্যানেজারসহ চারজন রিমান্ডে ফাইল ছবি





 
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ম্যানেজার জয়নুদ্দিন জিসান, ওই ভবনের ‘চা চুমুক রেস্তোরাঁ’ দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ভবন মালিকের ম্যানেজার হামিমুল হক বিপুল।

এর আগে শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন তাদের রিমান্ডের আবেদন করেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এদের মধ্যে ৪৪ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো মর্গে আছে অভিশ্রুতি শাস্ত্রী অথবা বৃষ্টি খাতুনসহ দুজনের মৃতদেহ।

এ ঘটনায় রমনা থানায় শুক্রবার (১ মার্চ) অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স