রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৯টা ৫৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।
আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ঠিকানা/ছালিক