Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ঢাকায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত
রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন গিয়াস উদ্দিন (৭০) ও তার ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তার বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাদের গ্রামের বাড়ি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠানে না পেয়ে তার সহপাঠী হারুন তাকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া নয়টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তার অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তারা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এর পর থেকে বাবা-ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবৎ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তারা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা-ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তারা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স