Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বিএনপি নির্বাচনে ভয় পায় না : মির্জা আব্বাস

বিএনপি নির্বাচনে ভয় পায় না : মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন।



 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নির্বাচনে ভয় পায় না, বিএনপি যে কয়বার নির্বাচনে এসেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। 

আজ ১১ মার্চ (শনিবার) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা আব্বাস বলেন, ‘আগে শুনতাম পার্শবর্তী দেশে এক পিস-দুই পিস মাংসের টুকরা বিক্রি হয়। আজকে পত্রিকায় দেখলাম ডিপার্টমেন্টাল স্টোরে গ্রাম হিসেবে মাংস বিক্রি হয়। এটা আমার জীবনে শুনিনি। আমাদের দেশে হালি হিসেবে মুরগি বিক্রি করা হতো। দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কর্মসূচি দিলে আওয়ামী লীগ পাহারা দেয়। কাকে পাহারা দেয়। বিএনপিকে পাহারা দেয়। এদিকে দেশটাকে লুটে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলেই গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা কোনো অপরাধ করি না, তারপরও আমাদের ওপর জুলুম করা হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে ডলার সংকটে দেশের অনেক কিছু বন্ধ হয়ে গেছে। সরকার দেশটাকে রসতলে নিয়ে গেছে।’

কমেন্ট বক্স