Thikana News
৩১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

​​​​​​​ব্রাজিলের দুটি প্রতিপক্ষ চূড়ান্ত, সূচি ঘোষণা

​​​​​​​ব্রাজিলের দুটি প্রতিপক্ষ চূড়ান্ত, সূচি ঘোষণা
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে এবারের কোপা আমেরিকা। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

গত ডিসেম্বরেই নিশ্চিত করা হয়েছিল, দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৮ জুন মেক্সিকোর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে নেইমাররা। ব্রাজিল-যুক্তরাষ্ট্র ম্যাচটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডোতে হবে।

তবে এর আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে সেলেসাওদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। আগামী ২৩ মার্চ লন্ডনে ইংলিশদের এবং ২৬ মার্চ স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ানরা।

এবার কোপায় ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে 'ডি' গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়া ও প্লে-অফ খেলে আসা দল। আগামী ২৩ মার্চ প্লে-অফে আমেরিকার দুই দল কোস্টারিকা ও হন্ডুরাস মুখোমুখি হবে।

আগামী ২০ জুন থেকে শুরু হবে এবারের কোপা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গড়াবে উদ্বোধনী ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ মাঠে গড়াবে ২ জুলাই। নকআউট পর্ব শেষে ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল হবে। সেমিফাইনাল দুটি হবে ৯ ও ১০ জুলাই। আর আগামী ১৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে বহুল কাঙ্ক্ষিত ফাইনাল।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স