দেশের বাজারে অচিরেই চীনা পণ্যের সহজলভ্যতার অবসান ঘটবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এজন্য ব্যবসায়ীদের আমদানিনির্ভর না হয়ে বরং উৎপাদনমুখী হওয়ার পরামর্শ তার। পাশাপাশি যেসব পণ্য দেশে তৈরি হয়, তা আমদানিতে কোন ধরনের শুল্ক ছাড় দেয়া হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজার এখন অনেক বড়। দেশের অনেক স্থানীয় কারখানায় অনেক ভালো মানের ইলেকট্রনিক পণ্য তৈরি হচ্ছে, তবুও ব্যবসায়ীরা সেসব পণ্য বিদেশ থেকে আমদানি করে বাজার ভরে ফেলেছে। এনবিআর ইতোমধ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রকল্পে কাজ করছে। তাই ব্যবসায়ীদের উচ্চ প্রযুক্তির ব্যবহার নেই, এমন পণ্য আমদানি না করে উৎপাদনমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন করতে যেসব পণ্য দেশে তৈরি হয়, তা আমদানিতে কোন ধরনের শুল্ক ছাড় দেয়া হবে না। শুধু তাই নয়, কথায় কথায় যেসব খাতের উদ্যোক্তারা শুল্ক সহায়তা চান তাদেরকেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ার কারণগুলো খুঁজে খুঁজে বের করছে এনবিআর এবং সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার খরচ কমবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যারা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ব্যবসায় টিকে থাকবেন, তাদের সহায়তায় কাজ করার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান।
ব্যবসায়ী নেতারা এসময় শুল্ক জটিলতায় কীভাবে ইলেক্ট্রনিক্সসহ আমদানি করা পণ্যের দাম বাড়ছে তারই নানা চিত্র তাদের বক্তব্যে তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ সফটওয়্যার তৈরিতে যত বেশি এগিয়ে যাবে, ব্যবসায়ীদের আমদানিনির্ভর ব্যবসা ততটাই কমবে।
এর আগে এক প্রাক বাজেট আলোচনায়, অবৈধ থ্রি হুইলার বন্ধের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিআরটিএকে পরামর্শ দেন জাতীয় রাজস্ব বোর্ডের এই শীর্ষ কর্তা।
ঠিকানা/ছালিক