Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

এক দফায় একমত বিএনপি-জামায়াত

এক দফায় একমত বিএনপি-জামায়াত
কোরবানি ঈদের পর এক দফা কর্মসূচির চিন্তাভাবনা করছে বিএনপি। জামায়াতে ইসলামীও এক দফার প্রস্তুতি নিচ্ছে। শুধু তা-ই নয়, আন্দোলনের মাঝপথে বিএনপি নির্বাচনে গেলেও জামায়াত যাবে না। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে এক দফা নিয়ে একসঙ্গেই ঈদের পরে মাঠে নামবে তারা। এক দফা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতৈক্য হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এক দশক পর গত সপ্তাহে ঢাকায় বড় সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগের অধীনে জামায়াত আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সমঝোতা হতে পারে-এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে দলটি। জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম জানিয়েছে, রাজনৈতিক দল হিসেবে ৩০০ আসনেই তাদের প্রস্তুতি আছে। যেকোনো পরিস্থিতিতে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা রয়েছে। কিন্তু এখন নির্বাচনের চাইতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদায়কে তারা বেশি গুরুত্ব দিচ্ছে। রাজনৈতিক আদর্শের কারণে নানা সময় বিএনপির সঙ্গে দূরত্ব হলেও এখন উদ্দেশ্য বাস্তবায়নে বিএনপির সঙ্গে দ্বিমতে যাবে না দলটি। বিএনপি যদি নির্বাচনে না যায়, আওয়ামী লীগ সরকারের অধীনে জামায়াতও কোনো নির্বাচনে যাবে না। সরকার পতনের এক দফায় অতীতের মতোই রাজপথে ভূমিকা পালন করবে। দাবি আদায় করে তবেই তারা নির্বাচনে যাবে।
জানা গেছে, গত ১৬ জুন শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়ালি বৈঠকে ‘এক দফা’ চূড়ান্ত হয়েছে। এর আগে ১২ জুন অনুষ্ঠিত বৈঠকে বিএনপির নীতিনির্ধারকেরা এক দফার আন্দোলন নিয়ে আর দেরি না করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। এ ছাড়া এক দফার ইস্যুগুলো নিয়ে বিএনপির সঙ্গে শরিক জোট গণতন্ত্র মঞ্চের কয়েকটি অমিল ছিল। এখন সেগুলোরও সমাধান হয়েছে। বিএনপির দলীয় সিদ্ধান্ত জামায়াতের ঘরেও পৌঁছেছে। সরকারের পদত্যাগের আন্দোলন ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যতীত অন্য আর কোনো রাজনৈতিক কৌশলে যাবে না তারা।
জামায়াতের নির্ভরযোগ্য সূত্র বলছে, সরকারের অধীনে নির্বাচনে যেতে কিছু সবুজসংকেত এসেছে। কিন্তু জামায়াত সরকারের ফাঁদে পা দেবে না। এই সরকারের অধীনে শেষবেলায় এসে যদি বিএনপিও অতীতের মতো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যায়, সে ক্ষেত্রেও জামায়াত নির্বাচন বয়কট করবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিতে সরকারের পদত্যাগে বিএনপিতে যে সিদ্ধান্ত হয়েছে, জামায়াত সেটিকে স্বাগত জানাচ্ছে এবং এক দফার আন্দোলনে জামায়াত ভূমিকা পালন করবে। দলটি শিগগিরই ঘোষণা দেবে ঈদের পর বিএনপির সঙ্গে তারাও এক দফায় নামবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৩ সাল হবে না। অতীতের মতো আর সেই সুযোগ দেওয়া হবে না। দিস ইজ দ্য লাস্ট টাইম, এবার নির্বাচন হবে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে। এর জন্য রাজনৈতিক ঐক্যের মাধ্যমে আন্দোলন হবে। সরকার দাবি মেনে সরে যেতে বাধ্য হবে।
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, জামায়াতকে নিয়ে রাজনীতিতে সব সময় আলোচনা-সমালোচনা হয়। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। জামায়াত রাজনীতির মাঠে সক্রিয় হয়ে উঠলে কী ঘটবে, তা এখনই বলা কঠিন। তবে জামায়াতকে নিয়ে বড় দলগুলো রাজনীতি করতে চায়। সে ক্ষেত্রে আওয়ামী লীগ চাচ্ছে জামায়াত যেন বিএনপির সঙ্গে না যায়, জামায়াত আওয়ামী লীগের সঙ্গে এসে নির্বাচন করুক। তারা জামায়াতকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করতে চায়। এখন জামায়াত কী করবে, এটি আগে থেকে বলা মুশকিল।

কমেন্ট বক্স