চলতি মাসের শুরুতে চীনে নির্ধারিত দুইটি প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় বিপাকে পড়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সেই দুই ম্যাচই ছিলো প্রস্তুতির শেষ সুযোগ। ফলে শঙ্কা জেগেছিল, কোনো ম্যাচ না খেলেই হয়তো কোপা আমেরিকায় মাঠে নামতে হবে মেসিদের।
সকল শঙ্কা উড়িয়ে, কোপা আমেরিকার আগে চারটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গত সপ্তাহেই এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে মার্চে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এবার তারা নিশ্চিত করেছে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও। আগামী জুনে এই ম্যাচ দুইটি খেলবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।
এএফএ জানায়, আগামী ৯ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ১৪ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এর আগে ২৩ মার্চ এল সালভাদর এবং ২৬ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা।
ঠিকানা/ছালিক