Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান

ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান ছবি : সংগৃহীত





 
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তার এ সফর।

২৬ ফেব্রুয়ারি (সোমবার) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

কমিশন জানায়, এয়ার মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনসেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন।

সফরকালে ভারতীয় বিমান বাহিনীর প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তার সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স