Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের ৫ পর্যবেক্ষণ

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলতে যুক্তরাষ্ট্রের ৫ পর্যবেক্ষণ ছবি সংগৃহীত
এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পাঁচটি পর্যবেক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় দুই দেশ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নতুন যুগের সৃষ্টি করতে চায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।  আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের নেতৃ্ত্বে ঢাকা সফর করছে মার্কিন প্রতিনিধি দলটি।

এ সময় মন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতেই মার্কিন প্রতিনিধিদের সফর। রোহিঙ্গা ইস্যু,গাজায় যুদ্ধ বন্ধ ও রাশিয়া-ইউক্রেন সংঘাতের বৈশ্বিক প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির উত্তর মার্কিন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। সামরিক চুক্তি জিসোমিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

বৈঠক সূত্র জানায়, র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ বলেছে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বাহিনীটির সংস্কার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করাসহ পাঁচটি বিষয়ে জোর দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেছে, ‘আমেরিকা একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে। আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, আমাদের দুই দেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, শরণার্থী, জলবায়ু, শ্রম এবং বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে। বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স