দুবাই বসেই স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন লিটন শেখ। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে লোক ভাড়া করেন তিনি। তাদের খরচ বাবদ দুই লাখ টাকা দেন। দুই লাখ টাকার বিনিময়ে রোজিনা ওরফে আরজিনাকে (৩০) হত্যা করে ভাড়াটে খুনিরা।
রোজিনা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা গ্রামের প্রবাসী লিটন শেখের স্ত্রী। গত ৮ ফেব্রুয়ারি গ্রামের বাঁশবাগানের পাশ থেকে রোজিনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মো. শিহাব শেখ নামের (৪০) একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শিহাবের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত। তারা লিটনের কাছ থেকে স্ত্রীকে হত্যা করতে দুই লাখ টাকা নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে রোজিনাকে ঘর থেকে তুলে বাঁশবাগানে নিয়ে যায় খুনিরা। এ সময় বাসায় রোজিনা এবং তার ছেলে ছিল। বাঁশবাগানে নিয়ে গাছের ডাল দিয়ে প্রথমে রোজিনার মাথায় আঘাত করে তারা। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
শিহাব শেখ উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে। তবে জড়িত অন্যদের নাম জানায়নি পুলিশ।
ঠিকানা/এনআই



ঠিকানা অনলাইন


