এ বছর মার্চ মাসে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ থাকায় পুরো আইপিএলে খেলার ছাড়পত্র পাননি বাংলাদেশি তারকা। তখন বাধ্য হয়েই কলকাতা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে নাম প্রত্যাহার করে নেন তিনি।
গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগ ও চলতি মাসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আয়কন খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন সাকিব আল হাসান। এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব।
আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যোগ দিবেন সাকিব। মন্ট্রিল টাইগার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার দলে খেলবেন কলকাতার সাবেক সতীর্থ আন্দ্রে রাসেল ও ক্রিস লিন। আগামী ২০ জুন থেকে শুরু হয়ে ৬ আগস্ট পর্দা নামবে প্রতিযোগিতাটির।
আর আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ করে সরাসরি গল গ্লাডিয়েটর্সে যোগ দিবেন। ২০ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে লঙ্কান প্রিমিয়ার লিগের।
ঠিকানা/এম