এসএসসি পরীক্ষার্থী মা খাদিজা আক্তার। তবে পরীক্ষা দিতে নিজে না গিয়ে মেয়ে সুমাইয়াকে পাঠিয়েছেন তিনি। পরীক্ষার কক্ষে গিয়ে কেন্দ্র সচিবের হাতে ধরা পড়ে সুমাইয়া। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরের হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। খাদিজা গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। আর মেয়ে সুমাইয়া গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেন্দ্র সচিব আতিয়ার রসুল হিমেল জানান, খাদিজা নামের ওই পরীক্ষার্থী নিজে পরীক্ষা দিতে না এসে মেয়ে সুমাইয়াকে পাঠান। হল পরিদর্শনের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর মিল না পাওয়ায় সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে তার মায়ের পরীক্ষা দিতে আসার কথা স্বীকার করে। এরপর তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ঠিকানা/এনআই