২০২০ সালের ইউরোর পর সমালোচনার মুখে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এবার দেশের প্রয়োজনে আবারও ফিরলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।
জুন-জুলাই মাসে ঘরের মাঠে ইউরো খেলতে নামবে জার্মানি। টুর্নামেন্টের জন্য ক্রুসকে দলে ফেরার আমন্ত্রণ জানিয়েছেন জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। ইউরোর আগেই জার্মানির হয়ে প্রীতি ম্যাচে দেখা যাবে ক্রুসকে।
ইনস্টগ্রাম পোস্টে ক্রুস জানিয়েছেন, ‘মূল পয়েন্টটা সংক্ষেপে বলি, মার্চে জার্মানির হয়ে আবারও খেলব। কেন? কারণ কোচ (নাগেলসম্যান) আমাকে ডেকেছেন। আমি নিজেও তেমনটাই চেয়েছি। আমি নিশ্চিত যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের যে দল থাকবে তাদের দিয়ে অনেক কিছু সম্ভব।’
জার্মানির হয়ে ক্রুস সবমিলিয়ে ১০৬টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ ২০২০ ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন তিনি। ওই ম্যাচটিতে ২-০ ব্যবধানে জার্মানদের হারের পর অবসর নেন তিনিসহ কয়েকজন প্রথম সারির ফুটবলার।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ক্রুস। সে বিশ্বকাপে দলের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখেন তিনি। স্বাগতিক ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।
ঠিকানা/ছালিক