Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

সাস্ট অ্যালামনাই’র নতুন  কমিটির বর্ণাঢ্য অভিষেক 

সাস্ট অ্যালামনাই’র নতুন  কমিটির বর্ণাঢ্য অভিষেক 





 
যুক্তরাষ্ট্রে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্ট অ্যালামইনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর সাস্টিয়ান নাইট ও নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স বুলেভার্ডের আগ্রা প্যালেসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নিউইর্য়ক, নিউজার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া ও মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সংগঠনের বিপুল সদস্য ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন। 
সবার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান। কুইন্সের আগ্রা প্যালেস পরিণত হয়েছিল শাবি’র ক্যাম্পাস।  
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ক্যাপ্টেন এ কে এম শফিউল আলম প্রিন্স। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববদ্যিালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সালেকুর রহমান চৌধুরী, ফিজিক্যাল সায়েন্সের সাবেক ডিন ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান, পদার্থ বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. এ.এইচ এম বেলায়েত হোসেন প্রমুখ। 
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এলাইনাই অ্যাসোসিয়েশন অব ইউ.এস.এ এর এক্সিকিউটিভ বোর্ডের সদসদ্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের পাশাপাশি কোরাস পরিবেশন করে নতুন প্রজন্মের শিশুরা। সাস্ট অ্যালামনাইয়ের বিশ্ববিদ্যালয় তথা অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. ফরিদ আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন সাস্ট অ্যালামনাইয়ের প্রধান উপদেষ্টা মোঃ ফরিদ আলম এবং ফুল দিয়ে বরণ করে নেন অতিথি শিক্ষকবৃন্দরা। বিশ্ববদ্যিালয়ের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও সংগঠনের সভাপতি বেলায়েত চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক সায়েদ জাবেদুল মুনির ছাড়াও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদসদ্যরা হলেন- সহ-সভাপতি আহমেদুর রহমান রনি ও হুমাইরা সুলতানা, আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, অর্থ সম্পাদক আজহার আহমেদ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মঈনুল হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকান্দর এম. হক (টিপু), সাংস্কৃতিক সম্পাদক শাকির হোসেন, মহিলা সম্পাদক ফারহানা ইসলাম, অফিস সম্পাদক তাসফিক রহমান এবং কার্যকরী সদস্য ড. আলাউদ্দিন ভূইয়াঁ, অসীম কুমার সরকার, মিসকাত জাহান নিশু, নাজনীন আক্তার মৌসুমী, আ. ক. ম. ইলিয়াছ, ওমর শোয়েব ও আহমেদ ফাহাদ। 
অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিশ্ববদ্যিালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সালেকুর রহমান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বেলায়েত চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন নবনির্বাচিত সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম। 
অনুষ্ঠানে নিউইর্য়কের বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে সাস্ট অ্যালামইনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ তার যে ঐক্যবদ্ধ স্থান সেটা আপনারা বজায় রাখবেন এবং ভবিষ্যতে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে সাস্ট উইল বি সাস্টেইন।
ক্যাপ্টেন এ. কে. এম. শফিউল আলম প্রিন্স বলেন, আমি সত্যিই আনন্দিত সাস্ট অ্যালামনাইয়ের আয়োজনে সাস্টিয়ান নাইট এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হতে পারে। আপনাদের আতিথেয়তায় আমি এতটাই মুগ্ধ যে আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। তিনি তার বক্তব্যে বাংলাদেশি তরুণ প্রজন্মকে নিউইর্য়ক পুলিশে যোগদানের উদাত্ত আহবান জানান। 
শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রাজীব ভট্টাচার্য এবং ত্রিনিয়া হাসান। 

কমেন্ট বক্স