Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কর্মস্থলে যাওয়া হলো না অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুলের

কর্মস্থলে যাওয়া হলো না অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুলের ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। নিহতের ভাই আলম মিয়া সিরাজুল ইসলামের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য (হাবিলদার) সিরাজুল ইসলাম বাদ মাগরিব নিজ গ্রাম বেড়বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বর্তমান কর্মস্থল ঘাটাইলের সাগরদিগী বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথিমধ্যে সখীপুর-ঢাকা মহাসড়কের বোয়ালী পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ফরিদ হোসাইন বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলাম মারা হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহীনুর রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স